টপবার

সোমবার, ৪ জানুয়ারী, ২০১০

ঠকঠকানি


হাড় কাপুনি ঠকঠকানি
কুয়াশা শীতের ভোর,
মোজা টুপি কোট জ্যাকেটে
মনেতে রাখ জোর।
ঠান্ডা লাগলেও সপ্তাহে একদিন
মুখেতে করো ব্রাশ,
খেঁজুর রসের বাসি পায়েস
পিঠেতে প্রাতরাশ।
নকশি পিঠা, চিতই পিঠা,
রস পিঠা পাটিসাপটা,
ভাপা পিঠা গোকুল পিঠা
পারলে খেও সবটা।
প্রবাসী যারা খাবে তারা
চিন্তা নেই যে আর,
 এখান (New Window) থেকে দিতে পার
পিঠেরই অর্ডার ।
শীতের হাওয়ায় রোদের ছায়ায়
মিষ্টি সুরে গান,
মাসে অন্তত একদিন বন্ধু
করো কাউয়া স্নান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন