টপবার

শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০০৯

" মেয়ে দেখা "

আজকে মেয়ে দেখতে আসবে
শহরে ছেলের বাড়ী,
সাতদিন ধরে ভাবছে মেয়ে
পড়বে সে কোন শাড়ী

পড়বে সে কোন টিপ কপালে
শোনাবে সে কোন গান,
এই কয়দিনে ত্বকের প্রতি
হয়েছে যত্নবান

রিমুভার আর ব্লীচ, কার্লিং
হেয়ার কালার ব্লাক,
স্টিম বাথ, টিথ স্কেলিং
আইব্রাউ‌-ভুরু প্লাক

নেলপালিশ আর ঠোঁটপালিশে
কলার কম্বিনেশন,
গয়না চুরি আর ফুলের সাঁজে
সুগন্ধি হালকা কোলন

একবার দেখে বারবার ছেলে
করবে ঘোরা ফেরা,
বলবে ডি.এল.রায়ের কবিতা
সকল দেশের সেরা ।।
~~~~~ @ ~~~~~~~

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন