খুন করতে ইচ্ছা করছে
খুনী হতে চাই
কিন্তু কারো সাথে আমার
কোন শত্রুতা নাই।
তাই ভাবছি কিভাবে
হতে পারি আমি খুনী,
প্লীজ কেউ এগিয়ে এসে
করো একটু দুশমনি।
একবার এসে দেখ আমায়
পেয়ো না কেউ ভয়,
খারাপ মানুষদের ব্যবহার
সবসময় ভাল হয় ।
এমন কেউ ছুটে এসো
শত্রুতারই সাজে,
আমার আমিত্ব হারিয়েছি
আমি তাহার মাঝে।
বন্ধু বেশে অনেক আছে
শত্রু খুজে পাই না,
আমি আমার মত
অন্য কারো মত হতে চাইনা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন