আগে মানুষ মানুষকে ভাল বাসতো
এখন করে খুন মার্ডার,
এযুগে কথা শোনে সব
রাজনৈতিক নেতার ।
নেতা যদি বলে,ক্যাডার~
বিরোধীদের করো কোতল,
পার্টি বাচাতে ভাইকেও কাটে
ভেট পায় মদের বোতল ।
পার্টি স্বার্থে মান বাচাত
খুন ধর্ষন মামুলি বাত,
নেতার দিকে আঙ্গুল তুললে
ক্যাডাররা কাটে হাত ।
ঘরেতে অভাব,অবিবাহিত বোন
স্বেচ্ছাসেবা নেতাদের জন্য,
অপুষ্ট শিশু,অভূক্ত বাবা মা
ক্যাডার দেশপ্রেমে ধন্য ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন