টপবার

মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০০৯

১১ শুভ জন্মদিন তিথি ১১

দেখেছি তোমায় আমি
কৃষ্ণচুড়ার মাঝে,
স্বপ্ন মাখা হালকা নীল
নোয়াখালির সাজে।

দুরে হলেও মনের কাছে
লিবিয়াতে তোমার বাস,
তোমার চোখে দেখেছিলাম
আমার সর্বনাশ...

তাই তোমায় অন্তর থেকে
জানাই প্রেম প্রীতি,
শুভেচ্ছা আর ভালবাসা নিও
শায়মা জাহান তিথি ।

সফলতা জীবনে আসুক
খুশীতে থাকুক মন,
১৮ পেরিয়ে ১৯শে তোমায়
জানাই স্বাগতম ।

এভাবেই হয়তো ১৯ পেরিয়ে
হয়েই যাবে কুড়ি,
থাকবে নিশ্চই মহলের সাথে
হয়ে গেলেও বুড়ি।

থেমে থাকবেনা সময় কখনো
চলাই যে তার রীতি,
নেচে গেয়ে কেককুক খেয়ো
শায়মা জাহান তিথি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন