টপবার

শুক্রবার, ১০ জুলাই, ২০০৯

"বৃষ্টি ফোঁটা বৃষ্টি ফোঁটা"

ঝরে পড়বে টাপুর টুপুর
মাঝে মধ্যে সোনা রোদ্দুর,
এই না হোলো বর্ষা কালের মজা।

লাগবে পায়ে কাঁদা মাটি,
শীত বৃষ্টিতে দাঁত কপাটি,
লেপের তলায় ঢুকিয়ে দেবে সোজা।

ঝড়ের নাই তো মতি গতী,
সঙ্গে বৃষ্টি করবে ক্ষতি,
রাস্তায় যতো পড়ে থাকা ধুলোর।

যখন আসো ঝুপ ঝুপিয়ে,
বাড়ী ঘর সব দেও ডুবিয়ে,
ভাবোনা কি হবে মানুষ গুলোর?

লিখছে বাপি তোমায় নিয়ে,
হয়তো ফেলবে ধন্যবাদ দিয়ে,
একটা কথা বলি তোমার কাছে।

ভাল যতোই বলো আমায়,
স্বভাব আমার খুব ভাল নয়,
অকারনে খোঁচানো গুন আছে।

1 টি মন্তব্য: