টপবার

শনিবার, ৪ জুলাই, ২০০৯

"অশিক্ষিত জনগন" আবার কে~2

ভোটের আগে মারামারি,
নোংরা কাদা ছোরা ছুরি,
নিন্দুকেরা কতোই কিযে কয়।

কে করেছে রাহাজানি,
চরিত্র নিয়েও টানা টানি,
ভোটের কটা দিন যে লাগে ভয়।

কে খেয়েছে রঙ্গিন পানি,
কাজের মেয়ের শ্লীলতাহানি,
দেশের টাকা করছে যে নয়ছয়।

গ্রামে গঞ্জে চড়ে না হাড়ি
নেতাদের জন্য দামি গাড়ি
জনগন তবু নেতাদের করে জয়।

উন্নয়নের কতো আয়োজন
সপরিবারে বিদেশ ভ্রমন,
এসব এখন নির্বাচন বিষয়।

উন্নয়নের গুষ্টি কিলাই
ক্ষমতায় এলে টাকাটাই চাই
টাকা ক্ষমতা থাকলেই নেতা হয়।

মাখলো না হয় একটু কাদা,
জনগন টোটালই গাধা,
বুঝবে না ওরা নিজেদের অবক্ষয়।

ভোটের পরে সব নেতা মিলে,
হাসি ঠাট্টা এক টেবিলে,
এইতো হলো নেতাদের পরিচয় ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন