টপবার

শুক্রবার, ১৫ মে, ২০০৯

দুষ্টু চোঁখের ভাষা

বন্ধু পেলেও পেতে পারি
তোমার মত নাম,
কৃষ্ণচুড়ার মত ফোটা
লাল ফুলেরই মাঝে।

বন্ধু পেলেও পেতে পারি
তোমার মত নাম,
মেঠো পথে নদী ঘেরা গ্রামে,
মিষ্টি মেয়ের সাজে।।

বন্ধু পেলেও পেতে পারি,
তোমার মত নাম,
ফেলে আসা শৈশবের,
সেই ধুলোরই খেলায়।

বন্ধু পেলেও পেতে পারি,
তোমার মত নাম,
অস্তরাগে লাল সূর্যের,
শেষ কিরন মালায়।।

বন্ধু পেলেও পেতে পারি,
তোমার মত নাম,
নিঝুম রাতে চাঁদের সাথে,
জ্যোৎস্না আলোক মালায়।

বন্ধু পেলেও পেতে পারি,
তোমার মত নাম,
শীতে কুয়াশা মেশা তোমার দুটি,
দুষ্টু চোখের ভাষায়।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন