টপবার

রবিবার, ১৭ মে, ২০০৯

সামিউল এর প্রেম

ভালবাসি ভালবাসি আনেক শুনেছে সামি,
হাজারো মেয়ের কাছে,
কালো থেকে ফর্সা,মিঠু থেকে বর্ষা,
সামিকে সবাই চায় যে,

ভালবাসে চন্দ্রানী,ভালবাসে ইন্দ্রানী
ভালবাসে পারমিতা যে,
নাচছে,গাইছে ফ্রী ভাবে ঘুরছে,
সামি অর্পিতার সাথে।।

সামির জন্য নাকি নাওয়া খাওয়া বন্ধ,
করেছে সুন্দরী যু থি কা ,
আর বাথরুমে বসে বসে সামিকে চিঠি লেখে,
ওর ছোটো বোন ওই বিথিকা।।

দিনেরাতে প্রতিক্ষন ইলা করে টেলিফোন,
পুনরাবৃত্তি সেই শীলার কথা,
ইভিনিংয়ে পামেলা যাবে না টিউশানে,
সামি যেন তার সাথে করে দেখা।।

মাঝে মাঝে সামির লাগে ভীষন বোর,
যখন সুলতানা করে ইন সুইং,
খেলতে ভাললাগে বিকেলের স্লগ ওভারে,
শতাব্দীর সাথে আউট সুইং।।

সোমার প্রেমের রোগ ধরেছে যে সামিকে,
সারাতে জিনিয়া‌ এনে~ছিল ডক্টর,
হতে চায় সামিউল,আয়েশার সাথে,
লাভ ষ্টোরির গ্রেট অ্যাক্টর।।

পিঙ্কিও ভালবাসে,রিঙ্কিও ভালবাসে,
সানিয়া শোনেনা কোনই বারন,
মনিকা বলে সামি,বড়ই পিকিউলিয়র,
তানিয়ার ভালবাসার এটাই কারন।।

কবিতা ভালবেসে যদি কিছু এনে দেয়,
ববিতা আনে কোকাকোলা,
রীনার সাথে সামির সকাল বেলার প্রেম,
রানীর সাথে কাটে রাতের বেলা।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন