টপবার

মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০১০

"বরিশালের মেয়ে "

উপরওলা মেয়েদেরকে
গড়েছে মন দিয়ে,
নিখুঁত ভাবে ধৈর্য ধরে
বরিশালেতে গিয়ে ।

বিনুনি করা কালো চুল
কোকিল কন্ঠ ধ্বনি,
মোনালিসার দৃষ্টি ভরা
চলনে হরিনী ।

ঠোঁট হল কমলা কোঁয়া
আপেল লালিমে গাল,
ভাগ্যবান হিমুভাইজান
বিয়ে হবে বরিশাল ।

চোঁখের তারার জাদুর ছোঁয়া
চাঁদের মতো মুখ,
হাসিতে ঝরে মনি-মুক্ত
খুশীতে ভরে বুক।

সেই হাসিতে পাগল সামি
বরিশালের মেয়ে চাই
পাগল হয়ে কবিতা লিখে
বাপিও মারছে ট্রাই ।

ট্রাই মারলেও বাপির আর
হবে না কোনো কালে,
ছেলের হলেও হতে পারে
বিয়ে দিলে বরিশালে ।

ছেলে যদিও পিচ্ছি এখন
রাখবে খোঁজ করে
মেয়ের মা বরিশালের হলে
সম্পর্ক রাখবে গড়ে ।।

http://www.rongmohol.com/uploads/1004_121521250360474rocky3.gif

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন