টপবার

বুধবার, ১৯ আগস্ট, ২০০৯

" হিমু ভাইয়ের মাঝে নিজের আত্মপ্রকাশ "

হিমু ভাই উপায় নাই
বলছি নিজের কথা,
তোমার মতো আমারো আছে
মনে অনেক ব্যাথা ।

প্রথম প্রেমে হোচট খেয়ে
ভেবেছিলাম ইতি,
বিয়ের পরে নতুন করে
বাঁচতে শেখাল
প্রীতি

বছর ঘুরতেই প্রীতি আমায়
দিল উপহার ,

বাবান নামের দুষ্টু মিষ্টি

একটা ক্যালেন্ডার ।

ব্যবসা ছেড়ে সুখের মাঝে
বাঁচার আসা খুজি,
এই সুযোগে ভাইটি আমার
ফাঁক করলো পুঁজি ।

টাকা পয়সা ফুটিয় দিয়ে
করলো একাকার,
ধার দেনাতে ডুবিয়ে দিয়ে
হলো পগার পার।

অথৈ জলে পড়লাম আমি
বাড়লো মনে কষ্ট,
ভাবলাম একটা মেয়ের জীবন
করলাম বুঝি নষ্ট ।

দিশেহার উদ্ভ্রান্ত
জানি না কি হবে ?
বললো প্রীতি, ধৈর্য ধরো
ঠিক হয়ে সব যাবে ।

সংসারেতে কর্তব্যের
কোনো ত্রুটি নাই ,
মাগ ভাতারে খেটে মরি
কারো মন না পাই ।

বাবা মাকে বলবো ভাবি
আমি তোমাদের ছেলে,
না হলে তোমরা বলো
কুড়িয়ে কোথায় পেলে ?

আমার সাথে তোমরা সবাই
করছো কেন এমন ?
অবহেলায় বাঁচে ছাগলের
তৃতীয় বাচ্চা যেমন !!??

ইমশনে ভুলে গেলাম
হিমু ভাইয়ের ব্যাথা,
জানিয়ে দিলাম জমে থাকা
কিছু গোপন কথা ।

কথার মাঝে হয়তো তুমি
কিছু খুজে পাবে,
বলছি হিমু, ধৈর্য ধরো
ঠিক হয়ে সব যাবে ।।

=============

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন