টপবার

শনিবার, ১৩ জুন, ২০০৯

"শিক্ষা বিক্রির ফেরিয়ালা"

একটু মদ একটু বিয়ার,
ক্লাস সেভেনে সেকেন্ড ইয়ার,
তখন থেকেই আফিং-চরস করছি শেয়ার


বিলু থাকে বাড়ীর পাশে,
পড়ি আমরা একই ক্লাসে,
পড়াশুনায় বন্ধু ভাল-ভীষন বেটার

সেকেন্ড ইয়ারেও পাল্টি খেলাম,
স্কুল থেকে বিদয় নিলাম,
আমার জন্য বিলুর মনে বড় কষ্ট!!

স্কুল থেকে বাড়ীর পথে,
দেখা বিলুর বাবার সাথে,
জড়িয়ে ধরে বললো,করলি জীবন নষ্ট !!

এদিক ওদিক ঘোরা ঘুরি,
মাঝে মধ্যে ছিচকে চুরি,
এবার হল জীবন অন্যভাবে শুরু

চুরি ছিনতাই দাদাগিরি
খাচ্ছি এখন গ্যাজা বিড়ি,
বাপও এখন বলছে কেমন আছো গুরু !!?

বাড়ীর বাইরে বেশী থাকি,
গোটা এলাকার খবর রাখি,
পার্টির স্বার্থে খুন খারাপি-প্রফেশনাল

সবাই এখন আমায় জানে,
এলাকার লোক আমায় মানে,
নিন্দুকেরা বলে আমি অ্যান্টিস্যোসাল

স্যোসাল ওয়ার্ক একটু করি,
হাতে অঢেল পয়সা কড়ি ,
বলতে পার এটাই আমার বাহাদুরি

তিনবার ফেল এটাও জেনে,
সবাই এটা নিচ্ছে মেনে,
হলাম আমি সেই স্কুলের সেক্রেটারি

বছর দশেক পরে দেখা,
বিলু এখন বড়ই একা,
হয়েছে বাবা রিটায়ার্ড-ও পড়ায় ছাত্র

পেনশান আটকে দশটি বছর,
এতোদিনে হয়নি খবর,
ছেলে পড়িয়ে রোজগার হাজার টাকা মাত্র


বাড়ীতে বোন আছে অন্ধ,
বাবার চিকিৎসাও বন্ধ ,
আর কত শিক্ষা দেবে উপরয়ালা,

পড়াশুনায়
ছিল ভাল,
তার জন্য কি এমন হল ?
আজকে সে শিক্ষা বিক্রির ফেরিয়ালা !!!

~~~~~~~~ @ ~~~~~~~

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন